দিনাজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশের উন্নয়নে জনগণের মধ্যে আস্থা এসেছে।
উল্লেখ্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের মানুষ যেন সঠিক স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা সেবার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে এবং স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন ও বাস্তবায়ন করেছে সরকার।
১২ এপ্রিল বুধবার দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক সাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা, অরবিন্দ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামীম কবীর, দিনাজপুর বিএফ এর সভাপতি ডঃ ওয়ারেস আলীসহ অরবিন্দ হাসপাতালে নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Array