জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি: আজ বুধবার ১১ এপ্রিল বিকাল ৩:৩০ ঘটিকার সময় তাদের গ্রেফতার করা হয়।
ফেনী সদর থানাধীন এস.এস.কে রোডে দিলদার টাইলস ভবনের চতুর্থ তলায় ফোকাস কোচিং সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালীন সময়ে, জামায়াত শিবির সমর্থিত মনে করে ৬০-৭০ জন ছাত্রদেরকে ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মীগণ একত্রিত হয়ে ফোকাস কোচিং সেন্টারে অবস্থিত ছাত্রদেরকে বাহির থেকে তালা বন্ধ করে দেয়৷
স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ও ফেনী শহর পুলিশ ফাড়ির ইনচার্জ,ফেনী মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ফোকাস কোচিং সেন্টারের দরজা খুলে দেয়৷
পরবর্তীতে ফোকাস কোচিং সেন্টারে অবস্থানরত ছেলেদের কে যাচাই বাছাই করে ২৬ জন জামায়াত- শিবির সমর্থিত সদস্যকে আটক করে থানা নিয়ে আসা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Array