দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের রাজা সরকারের মেয়ে সুমাইয়া । ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
বেলা ১১টায় সুমাইয়ার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা। তবে এর আগেই মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার বাবার। ঘরে বাবার লাশ রেখে কাঁদতে কাঁদতে প্রবেশপত্র নিয়ে এসএসসি পরীক্ষা দিতে গেলো সুমাইয়া ইয়াসমিন (১৭)।
তার বাবার মৃত্যুর খবর শুনে সকালেই ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও তার সহপাঠীরা বাড়িতে আসেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা সুমাইয়াকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সুমাইয়া ইংরেজি পরীক্ষা দেয়।
সুমাইয়া পরীক্ষা দিয়ে দুপুরে বাড়িতে ফিরলে জোহরের নামাজের পর তার বাবা রাজা সরকারের (৫০) দাফন সম্পন্ন হয়।
সুমাইয়ার বড় ভাই রানা সরকার বলেন, সকালে স্কুল থেকে সুমাইয়ার শিক্ষকরা আসেন এবং তারা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষা শেষে ছোট বোন বাড়িতে ফেরার পর আমরা পারিবারিক কবরস্থানে বাবার দাফন সম্পন্ন করেছি। মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে আমার বোন।
রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব মহিউদ্দিন মিয়া জানান, যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাবা মারা যাওয়ায় সে অনেকটা ভেঙে পড়েছিল। পরীক্ষা চলাকালে আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিয়েছি।
Array