• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুরে কৃষিবিদ ইয়াসিন আলীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া 

     বার্তা কক্ষ 
    11th Apr 2023 4:51 am  |  অনলাইন সংস্করণ

    দিনাজপুর প্রতিনিধি: কৃষক, কৃষি ও কৃষিবিদের অধিকার আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর, বাংলাদেশের কৃষিবিদদের প্রথম সংগঠন ওল্ড বয়েজ এসোসিয়েশন এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক, হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের (বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সাবেক অধ্যক্ষ কৃষিবিদ ইয়াসিন আলী এর ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    সোমবার (১০ এপ্রিল) ইথিক্যাল সোশ্যাল রিসার্চ ইনিশিয়েটিভ (ইএসআরআই) এর উদ্যোগে বিকেল ৫ টায় দিনাজপুর পরিবার পরিকল্পনা মিলনায়তনে স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

    উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র সাবেক উপাচার্য অধ্যাপক রুহুল আমিন এবং প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ও বাকৃবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফজাল হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও হাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. বলরাম রায়, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সিনিয়র সহ সভাপতি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও প্যাথলজি এন্ড প্যারাসাইটো বিভাগের অধ্যাপক ড. এসএম হারুন-উর-রশিদ, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও গনিত বিভাগের প্রক্টর অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক জনাব গোলাম নবী দুলাল। এসময় আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহজাবিন নিতু, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফি বিনতে আকরাম।

    বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী দেশ বরেণ্য কৃষিবিদ ও শিক্ষাবিদ ইয়াসিন আলী ১৯৪০ সালের ২৩শে অক্টোবর ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বালিয়াখুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাস করেন। পরবর্তীতে তিনি ১৯৫৮ সালে এস.এন. কলেজ, দিনাজপুর থেকে এইচ.এস.সি. এবং ১৯৬১ ও ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে যথাক্রমে বি.এজি ও কৃষিতত্ত্ব বিষয়ে এম.এজি পাস করেন। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এম.এস. ডিগ্রী অর্জন করেন।

    শিক্ষাজীবন শেষে কৃষিবিদ ইয়াসিন আলী ১৯৬৭ সালে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৭৩ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে ডেপুটি এগ্রোনমিস্ট হিসেবে যোগদান করেন।

    যোগদানের পরপরই কৃষিবিদ ইয়াসিন আলী আখকে লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী প্রযুক্তি রোপা আখচাষ (STP) এবং জোড়াসারি আখের সাথে একাধিক সাথীফসল চাষ প্রযুক্তি উদ্ভাবনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গুড় ও চিনি শিল্প বিস্তারে তিনি সবসময় সচেষ্ট ছিলেন। বাংলাদেশের কৃষিবিদদের প্রথম সংগঠন ওল্ড বয়েজ এসোসিয়েশন এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে উন্নীতকরণে অগ্রণী ভুমিকা পালন করেন।

    ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বর্তমানে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট) পরিচালক হিসেবে যোগদান করে ১৯৯৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। কিছু সময়ের জন্য তিনি হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজে (বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। কর্মময় জীবনে দেশ-বিদেশে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।

    বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এ কৃষিবিদ ২০০৬ সালের ১০ এপ্রিল সোমবার দুপুর ১২.৪০ ঘটিকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ বছর ৫ মাস বয়সে তিনি ইন্তেকাল করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ