রংপুর প্রতিনিধিঃ স্বাগতিক নেপালি নারী ফুটবল টিমকে ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।সিরাত জাহান স্বপ্নার অংশগ্রহণে বাংলাদেশ চাম্পিয়ন হওয়ায় আনন্দের ঢেউ বইছে নারী ফুটবলারদের গ্রাম রংপুরের সদ্যপুস্কুরিনীতেও।
সোমবার (১৯ সেপ্টেম্বর)খেলা শেষ হওয়ার পরপরই সদর উপজেলার পালিচড়া জয়রাম এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাত জাহান স্বপ্নার ছবি দিয়ে পোস্ট দিয়েছে রংপুরের ফুটবলপ্রেমীরা।
সদ্যপুস্কুরিনীর স্বপ্না পুরো টুর্নামেন্টে করেছে ৪ গোল।
স্বপ্নার বাবা একজন বর্গাচাষী। একসময় তাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। ভাঙ্গাঘরে যেন চাঁদের আলো।সিরাত জাহান স্বপ্নার বাড়ি রংপুর সদরের সদ্যপুস্কুরিনী পালিচড়ার জয়রাম গ্রামে। স্বপ্নার পিতা মোকছার আলী মা লিপি বেগম। স্বপ্না সদ্যপুস্কুরিনী পালিচড়া ফুটবল দলের খেলোয়াড়। সিরাত জাহান স্বপ্না ২০১৩ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়, সেই থেকে এখন পর্যন্ত জাতীয় দলে খেলছেন।
স্বপ্নার কোচ মিলন খান জানান, সিরাত জাহান স্বপ্না অত্যন্ত মেধাবী খেলোয়াড়। সে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এই সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৪ গোল করে দেশের জয়ে ভূমিকা রেখেছে। আমি কোচ হিসেবে গর্বিত এবং আনন্দিত।
সিরাত জাহান স্বপ্নার বাবা মোকছার আলী জানান, বিশ্বাস ছিল মেয়েরা ভালো কিছু করবে। আমি আমার মেয়ের জন্য সত্যি গর্বিত। আমাদের গ্রামসহ রংপুরবাসী খুশি। এটা আমাদের মতো গরিব পরিবারের জন্য বিরাট কিছু। আমার ভালো লাগছে আমার মেয়ে দেশের জন্য খেলছে, ভালো খেলে রংপুরের মুখ উজ্জ্বল করছে। এসময় আবেগাপ্লুত হয়ে যান এবং মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
রাতে স্বপ্নার গ্রামের বাড়িতে ছুটে গিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মিস্টি বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন,আমাদের রংপুরের গর্ব এই নারী ফুটবলার স্বপ্না। আমি আশা করছি সে আরও অনেক দূর এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বের বুকে বাংলাদেশের মান আরও সম্মুন্নত রাখবে।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু বলেন, আমার নিজ এলাকা রংপুরের পালিচড়ার একটি মেয়েও আজ সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ মুকুটটা এনে দিতে অবদান রাখলো। স্বপ্না নামের মেয়েটি ৪টি গোল করেছে পুরো টুর্ণামেন্টে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া মিনি স্টেডিয়াম আর সহায়তা আজ তাদের বিশ্বজয়ের স্পর্ধা দিয়েছে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, আমরা রংপুরবাসী সিরাত জাহান স্বপ্নার জন্য গর্ববোধ করছি। প্রধানমন্ত্রী তাদের জন্য সদ্যপুস্কুরিনী পালিচড়ায় একটা মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছে। নারী ফুটবলারের গ্রাম সদ্যপুস্কুরিনী আমাদের রংপুরকে গর্বিত করেছে।
Array