রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: আর্ন্তজাতিক ট্রান্সজেন্ডার দিবস উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুরের মানব পল্লীতে ট্রান্সজেন্ডারের জীবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগ এবং ইথিক্যাল সোশ্যাল রিসার্চ ইনস্টিটিউট (ইএসআরআই) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের ৫ম তলায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে মূল আলোচক হিসেবে উপস্হিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল। এছাড়াও উপস্থাপক হিসেবে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুর রশিদ এবং সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক শিক্ষার্থী হাবিবা জাহান বিথী ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফি বিনতে আকরাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন দরুদ এবং ডেভলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার রায়। এছাড়াও বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অফলাইনে ও অনলাইনে যুক্ত ছিলেন এবং অনলাইনে বেশ কয়েকজন গবেষকও যুক্ত হয়েছিলেন।
মূল আলোচকের বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল বলেন,” মানুষ হিসাবে সমাজে বসবাস করতে গেলে একটা পরিচয় দরকার। আর এই পরিচয়টা না থাকলে সমাজে মানুষের গুরুত্ব থাকে না”।
তিনি আরও বলেন,” ট্রান্সজেন্ডার হিসাবে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষদের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে প্রতিবছরই ট্রান্সজেন্ডার দিবস পালিত হয়ে আসছে। আমি বিশ্বাস করি আমাদের ছোট ছোট উদ্যোগগুলো একদিন তাদের অধিকার আদায়ে যথেষ্ট ভূমিকা রাখবে। পরিশেষে আজকের সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান”।
Array