ajkalerbarta
02nd Apr 2023 1:42 pm | অনলাইন সংস্করণ
রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগ। রোববার (২ এপ্রিল) ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন মো. মামুন শেখ ও মো. মেশকাত চৌধুরী।
পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান বলেন, রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন এলাকার টেলিযোগাযোগ ভবনের (বিটিসিএল) সামনে কয়েকজন বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে বলে আমরা গোপন সংবাদ পাই। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে এক লাখ টাকার পরিমাণ জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
Array