ময়মনসিংহের ত্রিশালে কাশেম আলী নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর ও একটি গোয়ালঘর। একইসঙ্গে পুড়ে মারা গেছে তিনটি গরু। এমন খবর জানতে পেরে অসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন তরুণ সংগীত শিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান।
এর আগে গত রোববার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের কৃষক কাশেম আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে আট সদস্যের এ পরিবারটি। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে পর দিন ফেসবুক লাইভে আসেন তাসরিফ।
ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম আলী বলেন, তাসরিফ আমাদের জন্য দুটি ঘর তৈরি, নগদ ১০ হাজার টাকা, কিছু পোষাক ও একটি গরু কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুক্রবার হাট থেকে গরু ও টিন কেনা হবে। ঘরের কাজ চলছে, দুই দিন পরই আমরা ঘরে উঠতে পারবো। তাসরিফ আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছেন।
মানবিক ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। সেই লাইভের ২২ ঘণ্টার মধ্যে দুই লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেছেন তিনি। এরপর গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কাশেম আলীর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন দুটি দোচালা ঘর তৈরির সরঞ্জাম।
Array