ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নেয়ার জন্য পদত্যাগ করেছেন কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়ার কারিগর সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড। লা ব্লুজদের সাবেক কোচ কোরিন ডায়াকারের স্থলাভিষিক্ত হবেন ৫৪ বর্ষী রেনার্ড।
রেনার্ডের সৌদি আরবের কোচের দায়িত্বে থাকার কথা ছিল ২০২৭ সাল পর্যন্ত। এবছর জুলাইয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হতে চলা মেয়েদের বিশ্বকাপের আগে ফ্রান্সের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হার্ভে রেনার্ডের অনুরোধের ভিত্তিতে সৌদি আরব ফুটবল ফেডারেশনের ডিরেক্টর তার সঙ্গে চুক্তি শেষ করতে সম্মত হয়েছেন। দুপক্ষের মধ্যে চুক্তি শেষ করতে আইনি প্রক্রিয়া হয়েছে। প্রেসিডেন্ট এবং সৌদি ফুটবল ফেডারেশন ডিরেক্টর রেনার্ডের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করছেন।’
‘সৌদি ফুটবলের উন্নতি এবং ভালো প্রতিচ্ছবি বিশ্বকে দেখাতে পেরে গর্ববোধ করছি। সময় এসেছে আমার অন্য দিগন্তে উড়ে যাওয়ার, তবে এই স্মৃতিগুলো আমার মধ্যে খোদাই করা থাকবে।’ দায়িত্ব ছাড়ার পর বলেছেন রেনার্ড।
২০১৯ সালে রেনার্ড সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন এবং বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারে তার দল। তার অধীনে সৌদি আরব সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেয়।
Array