বার্তা কক্ষ
30th Mar 2023 1:22 pm | অনলাইন সংস্করণ
- মোঃ ওমর ফারুক, অনলাইন ইনচার্জ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক সংস্কারের জন্য ২৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বেহাল সড়কটির যাত্রীদের ভোগান্তি নিরসনের উদ্দেশ্যে গত ২৮মার্চ সড়ক বিভাগের সচিব ও উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শরীয়তপুর-২ আসনের সাংসদ, পানি সম্পদ উপমন্ত্রী’ এনামুল হক শামীম। পরে তার দেয়া এক চিঠির বিপরীতে এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে নিশ্চিত করেছে শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ।
গতকাল বুধবার থেকে সংস্কার কাজের টেন্ডার কার্যক্রম শুরু করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়কটি ফোরলেনে উন্নিতকারণের কাজ চলছে।
Array