জাবি সংবাদদাতা: সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একইসঙ্গে শামসুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তারা।
বুধবার (২৯ মার্চ ) দিবাগত রাতে জাতীয়বাদী শিক্ষক ফোরাম কতৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন করতে যেয়ে যদি শামসুজ্জামান কোনো বিধি লংঘন করে থাকেন তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতো। ভোররাতে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে যাবার ১২ ঘন্টা পরেও সরকারের পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করার ব্যাপারে তারা প্রশ্ন উত্থাপন করেন। একই সাথে মনে করেন এটি বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর চরম আঘাত হানে।
বিবৃতিতে নেতারা আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতিতে প্রাণ ওষ্ঠাগত হলেও ভুক্তভোগী জনগণকে বলতে হবে ভালো আছি। সেইসাথে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহর থেকে আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী জানান তারা।
সাংবাদিক শামসুজ্জামানকে অতিসত্বর মুক্তি দেয়ার পাশাপাশি সরকারি বাহিনী কর্তৃক দেশের নিরীহ জনগনের উপর নিপীড়ন বন্ধ করার দাবি জানানো হয় বিবৃতিতে।
Array