চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পাচারের সময় টিসিবির পণ্য জব্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন চত্তরে ঘটনাটি ঘটেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ঘটনাস্থলে গিয়ে মালামালগুলো জব্দ করে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর ইউনিয়ন হলরুমে রাখা ছিল ডিলারের এ টিসিবির পণ্য।
আজ শনিবার ছুটির দিন থাকায় টিসিবির ডিলারের ভ্যানযোগে ৪৬ বস্তা মাল পাচারের চেষ্টা করে।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানসহ মালামাল আটক করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে খবর দেন।
এ সময় অপধ্রুবাগ্রামের মুজিবুর রহমানের ছেলে আলম ও সন্নাসী তলা গ্রামের নবীর ছেলে হানিফকে তালা বদ্ধ করে আটক করে রাখা হয়। টিসিবির পণ্য পাচারের সঙ্গে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হোসেন শহীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে আনিকা ট্রেডার্স এর স্বত্বাধিকারী হোসেন শহীদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, টিসিবির পণ্য ভ্যানযোগে বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেছে। পরে ইউএনও বিষয়টি সমাধান করেছেন।
Array