সদ্যপ্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার, ১৯ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের বর্তমান রাজা চার্লস। তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের সিদ্ধান্ত নেয়ায় তিনি (রাজা তৃতীয় চার্লস) বাকিংহাম প্যালেস থেকে শনিবার সন্ধ্যায় টেলিফোন করে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনের অধিকারী হন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লসের নতুন পরিচয় এখন রাজা তৃতীয় চার্লস।
রানী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করার পর ব্রিটিশ রাজপরিবারকে আন্তরিকভাবে সমবেদনা এবং সহানুভূতি জ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এজন্য টেলিফোনে আলাপকালে তাদের দুজনকে ধন্যবাদ জানান রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Array