ajkalerbarta
20th Mar 2023 1:53 pm | অনলাইন সংস্করণ
দ্বিতীয় ওয়ানডেতে সিলেটে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। আজ সিলেটে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের।
মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
Array