নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (এনএসটিইউমুনা) ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়েছে। এতে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম উদ্দিন এবং একই শিক্ষাবর্ষের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোয়াদ রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন-
যুগ্ম সম্পাদক (অপারেসশন) পদে মোহাইমিনুল ইসলাম লিমন, যুগ্ম সম্পাদক (কমিউনিকেশন) পদে অপর্ণা রানী নাথ, হেড অব অডিট এবং ইভালুয়েশন পদে নাফিজ রাইয়ুন, হেড অব অ্যাকাডেমিক্স পদে কৌশিক চাকমা, হেড অব ডেলিগেট অ্যাফেয়ার্স পদে ইকরা আদিবা,হেড অব অরগানাইজিং পদে সাদিউল আলম, হেড অব সেশনস পদে নুবাইরা হাফিজ, হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ডিং পদে মূর্ছনা চক্রবর্তী, হেড অব পাবলিক রিলেশনস পদে নাবিদ ইশতিয়াক, হেড অব ক্রিয়েটিভ আর্ট পদে সামিয়া সারা, হেড অব সোশাল ওয়ার্ক পদে সুমাইয়া শামস, হেড অব ফিন্যান্স পদে মোহাইমান অনিক। এছাড়া ডিরেক্টর পদে মিফতাহুল হাসান সাব্বির, আব্দুল্লাহ আল নাবিলসহ ১০ জন ডেপুটিদের নিয়ে কার্যনির্বাহী কমিটি এবং অর্ধশতাধিক সাধারণ সদস্য মনোনীত হয়েছেন।
গত শুক্রবার (১৭ মার্চ) অনুষ্ঠিত নোবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির নতুন সদস্যদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। পরে ক্লাবটির সদ্য সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন পূর্ববর্তী কমিটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন, যাতে বিগত এক বছরে সংঘটিত কার্যাদি বর্ণনা করা হয়।
সভা শেষে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন৷ এসময় তারা পূর্ববর্তী প্রজন্মের নির্মিত ধারা বজায় রেখে ক্লাবটির উত্তরোত্তর সাফল্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিজ্ঞা করেন। উপস্থিত অতিথি এবং সদস্যগণ ক্লাবটিতে নিজেদের যাত্রা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করেন। একইসাথে নতুন কমিটি থেকে তাদের প্রত্যাশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিন বিদায়ী কমিটিকে বিদায় জানানো এবং উপস্থিত কার্যনির্বাহী পরিষদের বিদায়ী সদস্যদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।
Array