পবিপ্রবি প্রতিনিধি: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।
১৭ মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় কৃষি অনুষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সহ বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের সাথে নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক.ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
কেক কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সহ বঙ্গবন্ধু পরিষদ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা।
Array