রাজধানীর মিরপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম রাব্বিকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে র্যাব-৪ এর একটি দল ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, ২০২০ সালের ১৭ মে এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন তার বান্ধবীর বাসায় দেখা করতে যায় ভুক্তভোগী কিশোরী। পরে ওই কিশোরী একটি টেইলার্স দোকান হয়ে যাবার সময় গ্রেপ্তার রবিউল ইসলাম তার সহযোগীদের সহায়তায় তাকে ফুসলিয়ে একটি প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করেন। এরপর আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় আত্মগোপনে চলে যান আসামি। বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তিনি আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে গার্মেন্টসে চাকরিসহ বিভিন্ন শো রুমের ম্যানেজার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গ্রেপ্তার রবিউল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
Array