ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে মাইকিং করে এ ঘোষনা দেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার স্থানীয় বখাটেদের দ্বারা ক্যাম্পাসের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে। এতে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সাড়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। কুষ্টিয়া জেলার অতিরিক্ত (বিশেষ শাখা) পুলিশ সুপার ফরহাদ হোসেনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা। এরপর শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের বাসভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ভিসি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টায় তাদের রুমে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় গেট গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বাজার কমিটি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। বহিরাগতদের মাইকিং বাজিয়ে প্রবেশ নিষিদ্ধের বিষয়টি একটি প্রাথমিক প্রক্রিয়া।
Array