নিজস্ব প্রতিবেদক: টাটা মটরস বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মটরস উদ্বোধন করলো স্মার্ট ও হাইস্পিড পিকআপ টাটা ইন্ট্রা ভিটুয়েন্টি। সেমি হাইডেক, হাইডেক, বড়ি, প্লেইন বডি, চিকেন ক্যারিয়ার সহ ৫ ধরণের বডি হাইস্পিড পিকআপটিতে সংযুক্ত করা যাবে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে গুলশান শুটিং ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাড়িটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, আধুনিক ও দ্রুত গতির এই পিকআপ পণ্য আনা নেওয়া সহজ করে দেয়। নিটল মটরসের রয়েছে দেশের সবচেয়ে বৃহৎ সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক, যার সুবিধাগুলো ইনট্রা’র ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে।
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমাদের নতুন গাড়িটি বাংলাদেশের উদীয়মান অর্থনীতির গতি বৃদ্ধি করবে এবং দেশের পণ্য পরিবহন ব্যবস্থার নতুন চালিকাশক্তি হয়ে ওঠবে।
তিনি বলেন, বর্তমানে বৈদ্যুতিক গাড়ির জোয়ার চলছে। আগামীতে আমরাও বৈদ্যুতিক গাড়ি বানাবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাটা মটরসের রিজিওনাল ম্যানেজার
রাজীব বি জয়সওয়াল, নিটল মটরসের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদ, টাটা মটরসের কান্ট্রি হেড
বোদ প্রকাশ মুখিয়া প্রমুখ।
এসএম