নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ই মার্চ থেকে আবারও সারাদেশে অবস্থিত মানসম্পন্ন প্রতিবন্ধী বিদ্যালয় গুলোকে স্বীকৃতি ও এমপিওভূক্তির দাবিতে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষনা দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি ।
শনিবার গণমাধ্যমে প্রেরিত বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি আহব্বায়ক মো: আরিফুল ইসলাম অপু এবং সদস্য সচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ০২ এপ্রিল, ২০২২ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিলেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা। এমপিওভুক্তিসহ ১১ দাবিতে চৌদ্দদিন ধরে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। এরপর শিক্ষকদের আন্দোলনের বিষয়টি মন্ত্রীর নজরে আসলে শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাদের সঙ্গে পরবর্তীতে বসে তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বস দিলে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা।
দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তির বিষয়ে অগ্রগতি না থাকায় দাবি আদায়ে আবারও কর্মসূচি দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
Array