শরীয়তপুরের ডামুড্যা থানার নবনির্মিত ছয়তলা ভিত বিশিষ্ট চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।
বৃহস্পতিবার ৯ মার্চ বেলা সাড়ে তিনটার সময় এ নতুন ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী। ভবনটি সাতশত উননব্বই দশমিক বএিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ। ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন শান্তি শৃঙ্খলা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উদ্বোধনী ফলক উন্মোচনকালে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি বিপিএম (বার) পিপিএম সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার শরীয়তপুর মোঃ সাইফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধী জন।
Array