রাজবাড়ী প্রতিনিধি; যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ দিবসকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, আ.লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান (ওদুদ), সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, ভাইস-চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার চাঁদ আলী খানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।
Array