বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিচালিত পৃথক অভিযানে দুই জনকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে বলে অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন।
আটকরা হলেনঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার ইউসুফ ফরাজীর ছেলে নুর ইসলাম (২৪) ও বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন (৩১)।
এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে তাদের একটি দল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন। টার্মিনালের আলফা (থ্রি হুইলার) স্ট্যান্ড থেকে ৩ কেজি গাঁজাসহ নূর ইসলামকে আটক করা হয়।
একই রাত সাড়ে তিনটার দিকে আলফা স্ট্যান্ড থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে। তিনি জানান পৃথক দুই অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।