শরীয়তপুরের ডামুড্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ১৭ দিনব্যাপী আনন্দমেলার উদ্বোধন।
বুধবার (১ মার্চ) দুপুর ১২ টার সময় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দমেলার উদ্বোধন করা হয়।
উক্ত মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান। আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল মাদবরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান মনটি মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছায়াদুল হক মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু,যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম প্রমুখ।
Array