“সর্বোত্তম সেবা সর্বজনীন ব্যাংকিং” শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ডামুড্যা শাখার উদ্যোগে ঈমাম,খতীব,কাজী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ছৈয়াল মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক ডামুড্যা শাখা কার্যালয়ে এই মতবিনিম সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যাপক আশিকুজ্জাম, ডামুড্যা কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবুবকর ছিদ্দিক, ডামুড্যা পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজ সেবক মো: আলী আকবর সিকদার, কাজি হাফিজ উদ্দীন, কাজি আব্দুল কুদ্দুস, ডামুড্যা বাজার মসজিদের খতিব মাওলানা আমির হোসেন প্রমূখ।
ইসলামী ব্যাংক ডামুড্যা শাখার প্রধান ও এফএভিপি মো: মাহফুজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশন ও সেকেন্ড অফিসার মো: সোহেল সাজ্জাদ হোসাইন।
মতবিনিময় সভার সভাপতি তার আলোচনায় বলেন, বর্তমান সময়ে ইসলামী ব্যাংক আরও বেশী শক্তিশালী ও গতিশীল। সকল প্রকার অপ-প্রচারকে পায়ে ঠেলে এগি যাচ্ছে আপন গতিতে।
আমরা আমাদের সেবা ও ভালোবাসা দিয়ে গ্রাহকদের হৃদয় জয় করে নিব। আপনারা আমাদেরকে সকল প্রকার বুদ্ধি ও পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতায় আমরা আরও দ্রুত গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ।