সিলেট ব্যুরো প্রতিনিধি; সিলেট নগরীর বন্দর বাজারে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মাহফুজা আক্তার শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের অফিসের চতুর্থ তলার কনফারেন্স হলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আমাদের পুলিশ সদস্যরা বিদ্যুতের মেইন সুইচ অফ করে দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পুলিশ সুপারের কার্যালয়। চার তলায় শুধুমাত্র কনফারেন্স হল থাকায় অন্যান্য মূল্যবান জিনিস ও নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে আমাদের পুলিশ সদস্যরা ভেতরে কাজ করছেন।
এর আগে রাত ৮টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের চতুর্থ তলার একটি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পার্শ্ববর্তী ভবন ও সামনের সড়কে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত পৌনে ৯টার দিকে পুরো আগুন নিয়ন্ত্রণে আসে।
Array