শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আবদুল হাদী মোহাম্মদ শাহপরান
সম্মেলনে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি (সোমবার) সারাদেশের মতো শরীয়তপুরের ছয় উপজেলায় এক লাখ ৬৩ হাজার ১৬২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৪ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৩ হাজার ৬৮৮ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এক হাজার ৭৫৬ টি কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৩ হাজার ৬৪২ জন স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন আবদুল হাদী মোহাম্মদ শাহপরান, মেডিক্যাল অফিসার মো. সাইফুর রহমান, তানভীরুল ইসলাম, মাহবুবর রহমান, মোজাম্মেল হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
Array