লক্ষ্মীপুর প্রতিনিধি;
লক্ষ্মীপুরে সম্মেলন ছাড়াই স্বেচ্ছাসেবক লীগের তিনটি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ কমিটিগুলোর অনুমোদন দেন। তিনটি কমিটিকেই আগামী তিন মাসের মধ্যে সম্মেলন প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া রামগঞ্জ পৌরসভা, কমনগরের তোরাবগঞ্জ ও চরমার্টিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আগ্রহীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান করেছে জেলা কমিটি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ হাওলাদার ও রফিকুল হায়দার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নতুন কমিটিগুলো হলো, সদর থানা, রামগতি উপজেলা ও রামগতি পৌরসভা। এর মধ্যে হাশেম আহমেদ রুপমকে আহ্বায়ক, রেজাউল করিম রিয়ানকে সদস্য সচিব, সাইদুর রহমান কাকন, মাহাবুবুর রহমান জনি ও আসিফ আরমান সোহেলকে সদস্য করে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।
রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে নেছার উদ্দিনকে আহ্বায়ক, রাকিবুল আলম আরমানকে সদস্য সচিব, আজমির হোসেন সুমন, নিজাম উদ্দিন জুয়েল, সোহাগ হাজারি ও মো. রিয়েলকে সদস্য মনোনীত করা হয়েছে। এছাড়া রামগতি পৌর কমিটিতে রিয়াজ উদ্দিন রাজুকে আহ্বায়ক ও আওলাদ হোসেনকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম বলেন, বিগত দিনেও দলের সকল নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। এখন নতুন করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ জুলাই ৩ মাসের মধ্যে সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন আবদুল্লাহ আল মামুন (সুমন কারী), যুগ্ম আহ্বায়ক হাশেম আহম্মদ রুপম ও মো. দুলাল হোসেন। কিন্তু সাড়ে ৬ বছর পার হলেও সম্মেলন করতে পারেনি এ কমিটি। এ জন্য ওই কমিটি বিলুপ্ত করা হয়।
Array