যশোরের অভয়নগরে ৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যত কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা। আর এ সুযোগে শিশুটির পরিবারকে মিমাংসার করে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে অভিযুক্ত মজিদ।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট সোমবার সকাল আনুমানিক ১০.০০ টার সময় শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশি মৃত মনিরুদ্দিন ফকিরের পুত্র অভিযুক্ত মজিদ ফকির(৪২) খাবারের লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষনের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে ওঠে। পরে মজিদ হাতে রুটি দিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে। শিশুটি কাদতে কাদতে তার মা’র কাছে সব বললে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় কন্যা শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণ চেস্টার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভয়নগর থানার ভাটপাড়া ক্যাম্পের আইসি এসআই অভিজিৎ বলেন, ৪ বৎসরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগটি তদন্ত করে রিপোর্ট থানায় জমা দিয়েছি, এখন ওসি স্যার পরবর্তী ব্যবস্থা নেবেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান এর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Array