স্টাফ রিপোর্টার।। শরীয়তপুরের ডামুড্যায় জমির বিরোধ নিয়ে কুপিয়ে আপন ভাই ও ভাবিকে জখম করেছে ছোটভাই ভাবি ও ভাতিজী’রা। আহত নুর ইসলাম বেপারী ও তার স্ত্রী শাহিদা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ডামুড্যা সরকারি হাসপাতালে আছেন।
শনিবার (২৮ জানুয়ারী) ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড বেপারী বাড়ি সকাল ৭ টায় ঘটনাটি ঘটে।
আহত নুর ইসলাম বেপারী জানায়, ‘দক্ষিণ ডামুড্যা মৌজার সি এস এবং এস ৭১ নং দাগের জায়গা নিয়ে তার আপন ছোটভাই ইছহাক বেপারীর সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিরোধের জেরেই তার স্ত্রীর উপর হামলা হয়েছে। নুর ইসলাম বেপারী আরও বলেন, ঘটনার দিন সকালে আমি ও আমার স্ত্রী ঘরে ছিলাম হটাৎ আমার ভাতিজী ও নাতি আমাদের উদ্দেশ্য করে গালাগাল করে এসময় আমার স্ত্রী প্রতিবাদ করলে আমার ছোটভাই ইছহাক এর বউ মেয়ে ও নাতি আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে আমাদের দুজনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছে। তাদের ধারণা আমাদের হত্যা করতে পারলে আমাদের সব সম্পত্তি দখল নিতে পারবে। আমার ছোটভাই এর আগেও বহুবার আমার ওপর হামলা করেছে। থানায় একাধিকবার জিডি এবং মামলাও হয়েছে। এবার আমাকে প্রাণে মেরে ফেলতেই হামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ হামলায় ইছহাক, বিউটি, রোহান, ইরিন,মাকসুদা বেগম, সিমা,সবাই জড়িত। হামলাকারীদের উপযুক্ত বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত ইছহাক বেপারীর সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হয় নি। কথা হয় তার ছেলে সোহাগ বেপারী’র সাথে তিনি বলেন আমার বোন বিউটি আহত হয়েছে। আমি ঢাকায় আছি আমি থাকলে তাদের বেচে থাকতে দিতাম না। তাদের ভাগ্য ভালো আমি গ্রামে নেই।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শরিফুল আলম বলেন এবিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষই ইনজুরি হয়েছে দু’পক্ষই হাসপাতালে ভর্তি আছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Array