ajkalerbarta
13th Sep 2022 10:44 am | অনলাইন সংস্করণ
জবি প্রতিনিধি : খাবার পানির তীব্র সংকটে ভুগছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ২০ হাজার শিক্ষার্থীর জন্য নাই কোন সুপেয় পানির ব্যবস্থা। শিক্ষার্থীদের ভোগান্তি থাকলেও প্রশাসনের কোন মাথাব্যাথা নাই। তীব্র গরমে পানির জন্য হাসফাস অবস্থা শিক্ষার্থীদের৷
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় মসজিদ ছাড়া ক্যাম্পাসে মুক্ত আর কোন ফিল্টারের ব্যবস্থা নাই। প্রতি ডিপার্টমেন্টে সেমিনার রুমে বা কমনরুমে পানির ফিল্টার বসানো হলেও তা গরমে খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। এছাড়া ক্যাফেটেরিয়ায় ফিল্টার পানির যথেষ্ট লাইন নাহ থাকায় অনেক সময় খাবার পানি সংগ্রহের দীর্ঘ লাইন দেখা যায়।
ক্যাম্পাসের আশেপাশে থাকা শিক্ষার্থীরা খাবার পানির জন্য ক্যাম্পাসের ফিল্টার পানির ওপর নির্ভরশীল। বিকেলে এবং সন্ধ্যায় পানি সংগ্রহের জন্য ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় মসজিদে ফিল্টারের ওপর নির্ভর করে। ক্যাফেটেরিয়া রাত ৮.৩০ এর পর বন্ধ হওয়ার পানি সংগ্রহের জন্য শিক্ষার্থীরা একমাত্র কেন্দ্রীয় মসজিদের ফিল্টারে পানি সংগ্রহের ভিড় জমায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মারিয়াম জাহান সেতু বলেন, পুরান ঢাকায় পানির সমস্যার কারনে খাওয়ার পানির জন্য ক্যাম্পাসে এসে প্রতিদিন ৫ লিটার বোতল ভর্তি করে নিয়ে যাই। এ দিয়ে একদিন চলে যায়। মাঝে মাঝেই এসে ক্যাফেটেরিয়া বন্ধ পাই, মসজিদের ফ্লিল্টার থেকে পানি সংগ্রহ করি। প্রায় সময় ওখানে অনেক ভিড় থাকে।
ইতিহাস বিভাগের সাদিয়া আক্তার বলেন, ক্যাম্পাসে পানি জন্য প্রতিদিন আসতে হয়। মসজিদের ওজুখানা থেকে পানি সংগ্রহ অনেকটা বিবৃতিকর। এছাড়া পানি সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় অপেক্ষা করতে হয়। ক্যাম্পাসে মুক্তভাবে কয়েকটা ফিল্টার স্থাপন হলে সহজে আমরা পানি সংগ্রহ করতে পারতাম।
এ ব্যাপারে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়্যার সামনে বেসিন আছে এবং সমাজবিজ্ঞান ভবন -১ সাথে যে বেসিন আছে ওখানে থেকে তারা পানি খেতে পারে।
এদিকে বেসিনের পরিবেশে নোংরা এবং অস্বাস্থ্যকর এছাড়া ফিল্টার পানি ছাড়া শিক্ষার্থীরা পানি পানে বিমুখ।
Array