বার্তা কক্ষ
27th Jan 2023 8:13 pm | অনলাইন সংস্করণ
রাজধানী কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- লামিয়া (২) ও আব্দুর রহিম (৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।
Array