বাউফল প্রতিনিধি; পটুয়াখালীর বাউফলে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) সরকারি চাল অন্য একটি কোম্পানির বস্তায় ভর্তি করে বাজারজাতকালে দু’জনকে জরিমানা করা হয়েছে।
তারা হলেন মোতাহার উদ্দিন (৬০) ও তার ছেলে আউয়াল(৩০)। স্থানীয়রা তাদের আটক করে, পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কালাইয়া বাজার গরুহাট সংলগ্ন নুরু মসজিদের সামনের একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউনে মোতাহার ও তার ছেলে আউয়াল টিআর ও কাবিখার সরকারি চাল নুরজাহান নামের একটি চাল কোম্পানির বস্তায় ভরার সময় স্থানীয় কয়েক ব্যক্তি তাদের আটক করে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) খবর দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং টিআর ও কাবিখার চাল নুরজাহান নামক একটি কোম্পানির বস্তায় ভরা অবস্থায় দেখতে পাই। এ অপরাধে তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি এবং মুচলেকা রেখে ছেড়ে দেই।
বাউফল উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কমল দে বলেন, টিআর ও কাবিখার চাল বিক্রি করে সেই টাকা দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়নের সুযোগ রয়েছে। কিন্তু সেই চাল কোনো কোম্পানির বস্তায় ভরে বাজারজাত করার সুযোগ নেই।
Array