নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এম ডিপি আর্দশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নাজিম উদ্দিনকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় নেতারা।
প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দ্রুত বিচার দাবী করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কার্তিক সরকার সাধারন সম্পাদক সোলায়মান হোসেন প্রমাণিক ও সাংগঠনিক সম্পাদক জাফর আলী যৌথ বিবৃতি পাঠিয়াছে গনমাধ্যমে।
অভিযোগ সূত্রে জানা যায় গত সোমবার বিদ্যালয় চলাকালে অষ্টম শ্রেণি একজন ছাত্রী তার অষ্টম শ্রেণির প্রত্যায়ন পত্র নিতে আসলে অফিস সহকারী নাজিম উদ্দিন প্রত্যায়পত্র লেখে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিতে গেলে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক নাজিম উদ্দিনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সে ভর্তি করে। আহত নাজিম উদ্দিন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ ঘটনায় বিচার চেয়ে আবেদন করেছেন।ইত্যিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের বিচারের দাবীর ঝর উঠেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদের নেতারা বলেন দ্রুত এই ন্যাক্কার জনক ঘটনার সুষ্ঠ বিচার না হলে সারা দেশে আন্দোলনের ডাক দিবেন।
Array