- আশিকুর রহমান হৃদয়।।
দেশের বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ পর্যন্ত। কোথাও কোথাও কুয়াশা যেন শরীর ভিজিয়ে দিচ্ছে। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ কষ্টে জর্জরিত।
শীতে আবাসহীন ছিন্নমূল মানুষের কষ্ট যেন দুর্ভিক্ষের গল্পকেও হার মানায়। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ।
শুক্রবার (১৩ জানুয়ারি) ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল ও চাদর। নিজ উদ্যোগে মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
শীত নিবারনের একটি মাধ্যম পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষগুলোর মুখে। আর কুয়াশার চাদরে শীতে কষ্ট পাওয়া মানুষগুলোকে কিছুটা প্রশান্তি দিতে পেরে আব্দুর রশিদ গোলন্দাজ বললেন, ‘ আলহামদুলিল্লাহ।’
আব্দুর রশিদ গোলন্দাজ জানান, তিনি একজন জনপ্রতিনিধি এবং স্থায়ী বাসিন্দা। সে সুবাদে প্রতি বছরই স্থানীয় দরিদ্র ও শীতপীড়িত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেন তিনি। বিষয়টিকে নিজের দায়িত্ব হিসেবেই দেখেন তিনি।
এবার শীতের তীব্রতা অন্যান্য সময়ের চাইতে বেশি। তাই অন্যান্য কাজ ফেলে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে জানান।
তিনি আরও বলেন, ‘দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তায়ালা আমাকে আমার সাধ্যমতো চেষ্টা করার যেন তৌফিক দান করেন। আগেও ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’
এ সময় সমাজের বিত্তবানদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা চারদেয়ালে ঘেরা ছাদের নিচে রাতে ঘুমান, তাদের অনুরোধ করবো, সবাই নিজ নিজ অবস্থান থেকে যতটুকু যেভাবে পারেন, যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের সহযোগিতা করুন।’
আব্দুর রশিদ গোলন্দাজ যখন শীতবস্ত্র বিতরণ করছিলেন, তখন শরীয়তপুরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হু হু করে বাতাস বইছে। শীতে গায়ে কাঁপুনি উঠলেও একটা কম্বল কেনার সাধ্য যাদের নেই, সেই মানুষগুলো কম্বল উপহার পেয়ে বেজায় খুশি। তাদের অনেককেই দেখা গেছে আব্দুর রশিদ গোলন্দাজ এর মাথায় হাত বুলিয়ে দোয়া করতে। বয়সের ভারে নুয়ে পড়া প্রবীণ এক নারী জড়িয়ে ধরেন তাকে।
এ ছাড়াও আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নির্দেশে আজ ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে ১ হাজার কম্বল ও ১ হাজার চাদর বিতরণ করেছি পর্যায় ক্রমে এটি অব্যাহত থাকবে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা উপজেলা বাসীর পাশে থাকবো। আপনা’রা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর -৩ আসনের সংসদ আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাল, সাধারন সম্পাদক মাহাবুব মিজি,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি,ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত বেপারি, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল সরদার, পূর্ব ডামুড্যা সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুব ফকির সহ প্রমূখ।
আ.বা/এফ.জে ওমর
Array