পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন আবরার আহমেদ। জাতীয় দলের হয়ে সব মিলিয়ে চার টেস্ট খেললেও এখনো পর্যন্ত পাকিস্তানের জার্সিতে খেলেননি কোনো টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন আবরার।
বিপিএলের দ্বিতীয় পর্বে চট্টগ্রামে যোগ দিয়েছেন তিনি। আর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবরার জানিয়েছেন, জেতাতে চান নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এমনকি এই টুর্নামেন্ট খেলতে আসায় তার পরিবারের লোকেরা বেশ খুশি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
আবরার বলছিলেন, বিপিএল খুব ভালো। সব দেশের খেলোয়াড়রা এখানে আসছে। কিংবদন্তি ক্রিকেটাররাও আসছে। আমার নিজের এসেও ভালো লাগছে। বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। বিদেশি অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে খেলার অপেক্ষায় আছি। মজা হবে। চেষ্টা থাকবে ভালো পারফরম্যান্সের, যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতে যায়।
পাকিস্তানে বিপিএল দেখা প্রসঙ্গে আবরার বলেন, বিপিএল শুধু পাকিস্তানে না, সারাবিশ্বেই দেখা যায়। পরিবারের সবাই খুশি যে আমি বাংলাদেশে এসে এখানের লিগে খেলছি। তারাও আমার মতো রোমাঞ্চিত আমাকে এখানে দেখে। এখানকার পরিবেশ বেশ ভালো। আসলে সব কিছুই ভালো লাগছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটাও ভালো।
Array