ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার চারলেন সড়কে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতির আলোতে আলোকিত করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তরপাড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু সুইচ টিপে এই আলোকায়নের উদ্বোধন করেন।
নবগঠিত ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এই আলোকায়ন করা হয়। উদ্বোধনের পরপরই ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের এই তিন কিলোমিটার সড়ক অনন্য রুপ পেয়েছে। নৌকাকৃতি দৃষ্টিনন্দন বাতি নজর কেড়েছে পথচারীসহ স্থানীয়দের।
উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে নগরীর অধিকাংশ সড়ক আরও আলোকিত হয়ে উঠবে।
তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোছা. ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন সহ আরও অনেকে।
Array