বাইরে থেকে দেখলে মনে হবে পান মশলার প্যাকেট। অথচ তারই ভেতরে কাগজের মধ্যে ভাঁজ করা ৪০ হাজার ইউএস ডলার। এভাবেই পান মশলার প্যাকেটে বিপুল পরিমাণ ডলার বিদেশে নিয়ে যেতে গিয়ে কলকাতা বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিপুল পরিমাণ ডলার লুকিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে তা আগে থেকেই জানতেন কলকাতা বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের অফিসাররা।
অবশ্য বিমানবন্দরে তার ইমিগ্রেশন প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এরপরেই ওই যাত্রীর মালপত্র তল্লাশি করা হয়। তার ভেতরেই কয়েকশ পান মশলার প্যাকেট দেখতে পান শুল্ক দপ্তরের কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় সেই প্যাকেটগুলো ছিঁড়ে ফেলতেই ডলারের খোঁজ মেলে। দেখা যায়, সবমিলিয়ে ৪০ হাজার ইউএস ডলার পাচারের চেষ্টা করা হচ্ছিল।
শুল্ক দপ্তরের তল্লাশির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রতিটি পান মশলার প্যাকেটের মধ্যে পরিপাটি করে ভাঁজ করে দুটি করে দশ ডলারের নোট রাখা রয়েছে। এভাবেই শয়ে শয়ে পান মশলার প্যাকেটে ডলার লুকিয়ে পাচারের চেষ্টা চলছে। ওই ব্যক্তিকে জেরা করে এর নেপথ্যে বড় কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখছেন শুল্ক দপ্তরের কর্মকর্তারা।
Array