বার্তা কক্ষ
03rd Jan 2023 10:09 am | অনলাইন সংস্করণ
কারা অধিদপ্তরের ৫ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি-প্রিজন্স) বদলি করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে। ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়, কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
Array