ajkalerbarta
02nd Jan 2023 8:25 pm | অনলাইন সংস্করণ
আল কায়েদা ও তালেবানপন্থি ছয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে তাদের কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি।
পুলিশের ঢাকা মহানগর মিডিয়ার শাখার পক্ষ থেকে বলা হয়, আল কায়েদা ও তালেবানপন্থী ছয় হিজরতকারীদের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কারও নাম পরিচয় বিস্তারিত জানায়নি সিটিটিসি।
সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হিজরতকারীদের সম্পর্কে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
Array