দেশের শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, কলামিস্ট এবং মুক্তিযুদ্ধের ২ ও ৩নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা ও সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা আরকে চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রিজাউল করিম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা সোমবার (০২ জানুয়ারি) তার ঢাকার বাসভবনে উপস্থিত হয়ে আরকে চৌধুরী হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
জানা গেছে, কর্মময় জীবনে আরকে চৌধুরী যাত্রাবাড়ী ও ধানমন্ডি থেকে একাধিকবার ঢাকা সিটি করপোরেশনের কমিশনার নির্বাচিত হন। ঢাকা সিটি করপোরেশন প্লানিং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজউকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
দেশের শিক্ষা বিস্তারে আরকে চৌধুরী প্রতিষ্ঠা করেছেন রিজাউল করিম চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, রিজাউল করিম চৌধুরী উচ্চবিদ্যালয়, ইউসেফ আরকে চৌধুরী স্কুল, নরসিংদীর আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী হাইস্কুলসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল।
অভিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা আরকে চৌধুরী বর্তমানে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কলাম ও বই লিখে সময় অতিবাহিত করছেন। তার লেখা বইয়ের সংখ্যা ১৫টি। বইগুলো হলোÑ স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বঙ্গ বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ, একান্ন থেকে একাত্তর, বধ্যভূমির বিস্তীর্ণ স্মৃতি, একাত্তরের ডায়েরি, আপন আলোয় আলোকিত, আগরতলা, দৃষ্টিপাত, সময়চিত্র, সময়কথন, সংলাপ, কালের চিত্র, মুক্তবাক, বাতায়ন, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ ও আমার দেখা আমার লেখা।
Array