বার্তা কক্ষ
31st Dec 2022 7:58 am | অনলাইন সংস্করণ
শরীয়তপুর।।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, রাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। তাই রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কেটে গেলে ফেরি আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে ঘাটে কোনো গাড়ির দীর্ঘ লাইন নেই।