বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২টা ৪০মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
সেখানে একটি ট্রাকের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির জ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এখান থেকেই যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তার।
আগামী ১১ই জানুয়ারী সারা দেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা আসার খবর দলীয় সূত্রে জানা গেছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে এই গণমিছিল হচ্ছে।
গণমিছিলে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমবেত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ শেষে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে গণমিছিল শুরু হবে। শেষ হবে মগবাজার চৌরাস্তায় গিয়ে।
এরই মধ্যে সকালে বিএনপির সমমনা জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণমিছিল করেছে।
বিএনপির গণমিছিল বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির পূর্বঘোষিত গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরান পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় পুলিশের এপিসি গাড়িকেও টহল দিতে দেখা গেছে এসব এলাকায়।
বিএনপির গণমিছিল ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি যাতে জনগণের ভোগান্তি না হয়।
তিনি আরও বলেন, জনদুর্ভোগ যাতে না হয়, সে লক্ষ্যে আমরা ঢাকা শহরে পুলিশ মোতায়েন করেছি। আগামীকাল থার্টি ফার্স্ট নাইট আর আজ রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচি রয়েছে। সেই বিবেচনায় অন্য কোনো ঘটনা যেন না ঘটতে পারে সেই লক্ষ্যে আমরা পুলিশ মোতায়েন করেছি।
Array