নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী শাহনাজ খুশি এ তথ্য নিশ্চিত করেছেন।
সেরিব্রাল অ্যাটাক হয়েছিল গোবিন্দ চৌধুরীর। রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলছিল তার চিকিৎসা।
শাহনাজ খুশি বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবা আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’
শাহনাজ খুশি জানান, চঞ্চলের বাবার ক্রিয়াকর্ম, তার গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।
এর আগে অসুস্থ বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন চঞ্চল চৌধুরী।
তিনি লেখেন, বাবা-মা এবং সন্তানদের সম্পর্কের মতো পবিত্র ও শ্রেষ্ঠ সম্পর্ক পৃথিবীতে আর নেই। সন্তানরা ভালো না থাকলে যেমনি বাবা-মা দিশেহারা হয়ে যান, তেমনি বাবা-মা ভালো না থাকলে সন্তানরাও ভালো থাকেন না। মানসিকভাবে ভেঙে পড়েন।
বাবার জন্য প্রার্থনা করে তিনি লেখেন, চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারেন না। আমিও ভালো নেই!
Array