জানা গেছে, ‘দৈনিক এই বাংলার’ পিরোজপুর পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাসিরউদ্দিন গত কয়েকদিন ধরে মাদক কারবারি চক্রের তথ্য সংগ্রহ করছিলেন। বিষয়টি টের পেয়ে তার ওপর হামলা করে ওই চক্রের সদস্যরা।
আহত সাংবাদিক নাছির বলেন, ‘আমার এলাকায় একটি গ্রুপ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। আমি এই সংবাদ প্রকাশের জন্য কয়েকদিন ধরে গোপনে এর তথ্য সংগ্রহ করছিলাম। এটা তারা টের পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওজু করতে বের হলে স্থানীয় আব্দুল্লাহর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। ওই সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
প্রত্যক্ষদর্শী কালাম বলেন, ‘সন্ধ্যায় আমি নাছিরের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি ১০-১২ জন তাকে এলোপাথাড়ি কোপাচ্ছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘আমি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’