তা নিজেও অনুমান করতে পেরেছিলেন ডমিঙ্গো। মাঝে কিছুদিন বিষয়টি চাপা পড়ে থাকলেও সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর আবারও শুরু হয় চাউর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন-সহ বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক জাতীয় দলের কোচিং প্যানেল রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন। বাংলাদেশের নিজের ভবিষ্যৎ বুঝতে পেরে বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাড়ালেন রাসেল ডমিঙ্গো। এখন প্রশ্ন হচ্ছে কে হতে পারে টাইগারদের নতুন কোচ?
অনেক দিন ধরে সাকিব-তামিদের জন্য নতুন কোচের সন্ধানে ছিল বিসিবি। কথাও হয়েছে বেশ কয়েকজনের সঙ্গে। সেখানে রয়েছে তিনজনের নাম। এদের একজন বাংলাদেশের সাবেক লঙ্কান কোচ চন্ডিকা হাথুরেসিংহে। আর অন্য দুজন হলেন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ার মাইক হাসি।
তবে সাকিব-মুশফিকদের সঙ্গে আগে কাজ করায় সাবেক দুই তারকা ক্রিকেটার ক্লুজনার এবং হাসির চেয়ে কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে হাথুরেসিংহে। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, হাথুরেসিংহের সঙ্গে কথাবর্তা অনেকখানিক এগিয়ে গিয়েছে। দুপক্ষের দর-কষাকষি চলছে। সবকিছু মিলে গেলে লঙ্কান এই কোচকে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের দায়িত্বে।