মুকেশ সিং নামে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, বুধবার ‘অস্বাভাবিক চলাচলের’ কারণে একটি ট্রাক থামিয়ে তল্লাশি শুরু করে সেনারা। পরে ভেতর থেকে গুলি করা হলে সেনারাও পালটা গুলি চালায়।
পুলিশ জানায়, চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ ওই ট্রাক থেকে অন্তত আটটি স্বয়ংক্রিয় রাইফেল ও কিছু গোলাবারুদ উদ্ধার করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে এবং তাকে ধরতে অভিযান চলছে।
তবে এ বন্দুকযুদ্ধ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি মার্কিন বার্তাসংস্থা এপি।