পদত্যাগপত্র পাওয়ার কথা কালবেলার কাছে স্বীকার করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। তার জায়গায় আমরা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার জন্য খুঁজচ্ছি।’
২০১৯ বিশ্বকাপে সাফল্য না পেয়ে ইংলিশ কোচ স্টিভ রোডসকে সরিয়ে দিয়েছিল বিসিবি। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ডমিঙ্গোকে। এর পর থেকে বাংলাদেশ দলের বিভিন্ন সাফল্য ও ব্যর্থতার সঙ্গে মিশে আছে তার নাম।
তার অধীনে বাংলাদেশ প্রথমবার দেশের বাইরে টেস্ট জিতেছিল৷ দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেও জিতেছিল টাইগাররা। তবে দলের ভেতর ইমপ্যাক্ট রাখতে না পারায় ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় আর দীর্ঘায়িত হলো না।