আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে পরিস্থিতি তুলে ধরেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, দু-একটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণে সমস্যা হলেও তাৎক্ষণিক সেটা ঠিক করা হয়েছে। সকালে ঘন কুয়াশা ও শীতের কারণে অনেক ভোটারের হাতের আঙুল শক্ত হয়েছিল; এ কারণে কিছুটা সমস্যা হতে পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।’
রসিক নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলরসহ মোট ২৬০ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।