নিহত সাজাত মিয়া (৩২) মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আটক ব্যক্তির নাম মজিদ মিয়া (৬২)।
আহত বক্তিরা হলেন রহমত আলী, সুজাত ও মানিক মিয়া (৬০)। তবে আরেকজনের নাম জানা যায়নি। তাদের মধ্যে মানিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাখনা গ্রামের সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। কিছুদিন আগে সাজাত মিয়ার পালিত হাঁস নিয়ে যান শ্যালক কবির হোসেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। মঙ্গলবার সকালে সাজাত মিয়া বাড়ির সামনের হাওরে তার পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এ সময় কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গে সাজাদ মিয়ার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজাদ মিয়ার ওপর হামলা করে। এতে চারজন আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।